শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি আন্দোলনের কৌশল অবলম্বন করে কাজ করছে। সময় হলেই চূড়ান্ত রূপরেখা দেখতে পাবে আওয়ামী লীগ। তখন বোঝা যাবে আন্দোলনে শক্তি বেশি জনগণের, না গণবিরোধী সরকারের। তিনি ১৪ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে রবিবারের জনসভার প্রস্তুতি পরিদর্শনে গিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া রংপুরের জনসভা থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কর্মসূচি ঘোষণা করবেন। সেই সঙ্গে ভবিষ্যতে কর্মপন্থা সম্পর্কেও বক্তব্য দেবেন।
মির্জা ফখরুল বলেন, চেয়ারপারসনের রংপুরে আগমন উপলক্ষে নগরীসহ পুরো বিভাগের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তাকে স্বাগত জানাতে মানুষের মধ্যে যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে, তাতে আমরা অভিভূত।
এর আগে ভারপ্রাপ্ত মহাসচিব সভামঞ্চসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন্নবী খান সোহেল ও জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন।
