শ্যামলবাংলা ডেস্ক : এবার রাষ্ট্রদ্রোহের মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনিম আলমসহ দুই নেতার বিচার শুরু হচ্ছে। ১১ সেপ্টেম্বর বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক একটি রাষ্ট্রদ্রোহ মামলায় জামায়াত নেতা তাসনিম ও জসীমউদ্দিনের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। সেইসাথে বিচারক ওই মামলায় ২৮ অক্টোবর থেকে সাক্ষ্যগ্রহণের আদেশ দেন।
বুধবার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য তাসনিমকে সকালে কারাগার থেকে আদালতে নেওয়া হয় এবং জামিনে থাকা জসীমও আদালতে উপস্থিত হয়। রাষ্ট্রপক্ষ অভিযোগ শুনানীর সময় ওই ২ আসামী নিজেদের নির্দোষ দাবি করেন।
উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর জামায়াত নেতা তাসনিমের রাজধানীর উত্তরার বাসায় জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকান্ড পরিচালনা ও প্রস্তুতির অভিযোগে পরদিন ওই বাসা থেকেই পুলিশ ও র্যাব-১ গ্রেপ্তার করে তাসনিম ও জসীমকে। পরে তাদের বিরুদ্ধে উত্তরা (পশ্চিম) থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা রুজু হয়। উত্তরা পশ্চিম থানার এসআই আবু মিয়া ওই মামলায় তদন্ত শেষে ১৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Gevi ivó«‡`«vn gvgjvq RvgvqvZ ‡bZv Zvmwb‡gi wePvi ïi“

k¨vgjevsjv †W¯‹ : Gevi ivó«‡`«v‡ni gvgjvq Rvgvqv‡Z Bmjvgxi ‡K›`«xq c«Pvi m¤úv`K Zvmwbg Avjgmn `yB ‡bZvi wePvi ïi“ n‡”Q| 11 †m‡Þ¤^i eyaevi XvKvi gnvbMi `vqiv RR Av`vj‡Zi wePviK ‡gv. Rûi“j nK GKwU ivóª‡`ªvn gvgjvq RvgvqvZ ‡bZv Zvmwbg I RmxgDwχbi Dcw¯’wZ‡Z Zv‡`i wei“‡× Awf‡hvM MVb K‡ib| †mBmv‡_ wePviK IB gvgjvq 28 A‡±vei ‡_‡K mv¶¨M«n‡Yi Av‡`k †`b|
eyaevi Awf‡hvM MV‡bi wel‡q ïbvwbi Rb¨ Zvmwbg‡K mKv‡j KvivMvi ‡_‡K Av`vj‡Z ‡bIqv nq Ges Rvwg‡b _vKv RmxgI Av`vj‡Z Dcw¯’Z nq| ivóªc¶ Awf‡hvM ïbvbxi mgq IB 2 Avmvgx wb‡R‡`i wb‡`©vl `vwe K‡ib|
D‡jL¨, MZ eQ‡ii 16 wW‡m¤^i RvgvqvZ †bZv Zvmwb‡gi ivRavbxi DËivi evmvq RvgvqvZ I wkwe‡ii †bZvKg©x‡`i wb‡q ivóªwe‡ivax bvkKZv I aŸsmvZ¥K Kg©KvÛ cwiPvjbv I cÖ¯‘wZi Awf‡hv‡M ciw`b IB evmv †_‡KB cywjk I i¨ve-1 †Mªßvi K‡i Zvmwbg I Rmxg‡K| c‡i Zv‡`i wei“‡× DËiv (cwðg) _vbvq ivó«‡`«v‡ni Awf‡hv‡M GKwU gvgjv i“Ry nq| DËiv cwðg _vbvi GmAvB Avey wgqv IB gvgjvq Z`š— †k‡l 13 ‡g Av`vj‡Z Awf‡hvMcÎ `vwLj K‡ib|
