শ্যামলবাংলা ডেস্ক : ক্ষমতাসীন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বে ছেন বল এখন বিএনপির কোর্টে , তারা নিয়মতান্ত্রিক , সংসদীয় ও গণতান্ত্রিক রাজনীতি করবে কিনা তা দেখার বিষয়। তিনি ৬ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় ওই কথা বলেন। তিনি বলেন আওয়ামী লীগ ইতোমধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু করায় এখন বিরোধী দল বিএনপিকে তাদের করণীয় ঠিক করতে হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার সাংবিধানিক দায়িত্ব পালন করে নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছেন, বিরোধী দলের অন্য কথা থাকলে তারা তা বলতেই পারে। তবে তার আগে তাদের বলতে হবে যে এই সংবিধানের অধীনে, এই সংবিধানের কর্তৃত্বেই তারা নির্বাচন করতে রাজি আর
এটা যদি তারা করেন, তাহলে বুঝতে হবে তারা গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক ও সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করে।
‘বিএনপির জাতীয় নির্বাচন বানচালের নীল নকশা: সরকারের করণীয়’ শীর্ষক ওই আলোচনা সভায় সংবিধান অনুযায়ী নির্বাচনের সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন ধারা-উপধারা ব্যাখ্যা করেন সর্বশেষ সংবিধান প্রণয়ন কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত।
সংসদ বহাল রেখে নির্বাচন হলে তা সরকারি দলের পক্ষে যাবে বলে বিরোধী দলের সাম্প্রতিক অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন দেশে এ পদ্ধতিতেই নির্বাচন হয়। যদি সমান সুযোগ না থাকে তবে সংবিধানের ১২৩ এ ‘ক’ চাইনা ‘খ’ চাই এরকম একটা কিছু তো বলতেই হবে।
গণমাধ্যমের ‘ব্যাপক নজরদারির’ বিষয়টি উল্লেখ করে এই আওয়ামী লীগ নেতা বলেন, এখন মিডিয়ার যুগ- একটা সুঁই যাওয়ার জায়গা নাই, ক্যামেরার মধ্যে ধরা পড়ে। তাই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগকে হুমকি-ধামকি দিয়ে লাভ হবেনা। আর জামায়াত-হেফাজত দেখিয়ে ক্ষমতাও কেড়ে নেয়া যাবে না।
বিএনপি মুখে নির্বাচন না করার কথা বললেও ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দাবি করে সুরঞ্জিত বলেন, আপনারা কথা বললে প্রধানমন্ত্রী আছেন, আমাদের দল আছে, জোট আছে- কেউ তো অবিবেচক না। এখন ভোট চুরি, ভোট ডাকাতি ও কারচুপি করে নির্বাচনে জেতার দিন আর নেই।

ej GLb weGbwcÕi †Kv‡U© Ñ myiwÄZ †mb¸ß

k¨vgjevsjv †W¯‹ : ¶gZvmxb `‡ji Dc‡`óv cwil‡`i m`m¨ I `ßi wenxb gš¿x myiwÄZ ‡mb¸ß e‡ †Qb ej GLb weGbwci ‡Kv‡U© , Zviv wbqgZvwš¿K , msm`xq I MYZvwš¿K ivRbxwZ Ki‡e wKbv Zv †`Lvi welq| wZwb 6 †m‡Þ¤^i ïµevi ivRavbx‡Z GK Av‡jvPbv mfvq IB K_v e‡jb| wZwb e‡jb AvIqvgx jxM B‡Zvg‡a¨ wbe©vPbx Kvi¨µg ïi“ Kivq GLb we‡ivax `j weGbwc‡K Zv‡`i KiYxq wVK Ki‡Z n‡e|
gš¿x e‡jb, c«avbgš¿x Zvi mvsweavwbK `vwqZ¡ cvjb K‡i wbe©vPbx c«wµqv ïi“ K‡i‡Qb, we‡ivax `‡ji Ab¨ K_v _vK‡j Zviv Zv ej‡ZB cv‡i| Z‡e Zvi Av‡M Zv‡`i ej‡Z n‡e ‡h GB msweav‡bi Aax‡b, GB msweav‡bi KZ©…‡Z¡B Zviv wbe©vPb Ki‡Z ivwR Avi
GUv hw` Zviv K‡ib, Zvn‡j eyS‡Z n‡e Zviv MYZvwš¿K, wbqgZvwš¿K I mvsweavwbK ivRbxwZ‡Z wek¦vm K‡i|
ÔweGbwci RvZxq wbe©vPb evbPv‡ji bxj bKkv: miKv‡ii KiYxqÕ kxl©K IB Av‡jvPbv mfvq msweavb Abyhvqx wbe©vP‡bi mgq c«avbgš¿xi `vwqZ¡ cvj‡bi wel‡q wewfbœ aviv-Dcaviv e¨vL¨v K‡ib me©‡kl msweavb c«Yqb KwgwUi ‡Kv ‡Pqvig¨vb myiwÄZ|
msm` envj ‡i‡L wbe©vPb n‡j Zv miKvwi `‡ji c‡¶ hv‡e e‡j we‡ivax `‡ji mv¤cÖwZK Awf‡hvM c«m‡½ wZwb e‡jb, wewfbœ ‡`‡k G c×wZ‡ZB wbe©vPb nq| hw` mgvb my‡hvM bv _v‡K Z‡e msweav‡bi 123 G ÔKÕ PvBbv ÔLÕ PvB GiKg GKUv wKQy †Zv ej‡ZB n‡e|
MYgva¨‡gi Ôe¨vcK bRi`vwiiÕ welqwU D‡jL K‡i GB AvIqvgx jxM ‡bZv e‡jb, GLb wgwWqvi hyM- GKUv myuB hvIqvi RvqMv bvB, K¨v‡givi g‡a¨ aiv c‡o| ZvB wbe©vPb Aeva I myôy n‡e|
we‡ivax `‡ji D‡Ï‡k¨ wZwb e‡jb, AvIqvgx jxM‡K ûgwK-avgwK w`‡q jvf n‡ebv| Avi RvgvqvZ-‡ndvRZ ‡`wL‡q ¶gZvI ‡K‡o ‡bqv hv‡e bv|
weGbwc gy‡L wbe©vPb bv Kivi K_v ej‡jI ‡fZ‡i ‡fZ‡i wbe©vP‡bi c«¯—ywZ wb‡”Q `vwe K‡i myiwÄZ e‡jb, Avcbviv K_v ej‡j c«avbgš¿x Av‡Qb, Avgv‡`i `j Av‡Q, ‡RvU Av‡Q- ‡KD ‡Zv Awe‡ePK bv| GLb ‡fvU Pywi, ‡fvU WvKvwZ I KviPywc K‡i wbe©vP‡b ‡RZvi w`b Avi ‡bB|
