যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় ৭হাজার ৫শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ। ২৬ আগস্ট সোমবার বিকেলে স্থানীয় উত্তর দেউলি গ্রাম থেকে ডিবি পুলিশ ওই ফেনসিডিল উদ্ধার করে।
ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, ঢাকাতে বিপুল পরিমান ফেনসিডিল পাঠানোর লক্ষে মজুদ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাভারন ইউনিয়নের উত্তর দেউলি গ্রামে সোমবার বিকেল ৫টায় অভিযান চালিয়ে বালির নিচ থেকে ৭ হাজার ৫শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
