পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার ও চার রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। ১৭ আগস্ট শনিবার রাতে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া বাজারের একটি দোকান থেকে তাদের আটক করা হয়। র্যাবের দাবি আটককৃতরা অস্ত্র ব্যবসায়ী। অস্ত্রসহ আটককৃতরা হলো পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর গ্রামের মৃত রমজান আলী খানের ছেলে ঈশ্বরদীর বাসিন্দা মাহাতাব উদ্দিন খান (৪৫) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত জেদ্দাজ মোল্ল¬ার ছেলে লাল মিয়া (৪৫)। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম জানান, দুইজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার শুভ মার্কেটের রোজ টেইলার্সের ভিতরে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ২ জনকে আটক করা হয়। পরে ওই ঘটনায় মামলা দায়ের করে আটককৃতদের ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমান কুমার দাশ জানান, রাতেই এ ঘটনায় মামলা দায়ের করে আটক দু’জনকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়। ১৮ আগস্ট রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
