শ্যামলবাংলা ডেস্ক : নিউ ইয়র্কে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেয়ার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি তরুণ কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসকে ৩০ বছরের কারাদণ্ড দেশটির ফেডারেল আদালত।
শুক্রবার রায় ঘোষণার আগে নাসিফ দোষ স্বীকার করে বিচারকের কাছে অনুকম্পা প্রার্থনা করলেও তাকে দীর্ঘমেয়াদি কারাদণ্ডের রায় দেয় আদালত।
মার্কিন ফেডারেল রিজার্ভ ভবন উড়িয়ে দেয়ার চেষ্টার অভিযোগে ২০১২ সালের ১৭ অক্টোবর নাফিসকে নিউইয়র্কে গ্রেপ্তার করা হয়। । নকল বিস্ফোরকসহ ফেডারেল ভবন উড়িয়ে দেয়ার প্রস্তুতির সময় তাঁকে গ্রেপ্তার করে বলে এফবিআইর দাবি । ১৬ নভেম্বর গ্র্যান্ড জুরি নাফিসকে অভিযুক্ত করে। প্রথম থেকে তিনি নিজেকে নির্দোষ দাবি করলেও গত ৭ ফেব্রুয়ারি নাফিস আদালতে অপরাধ স্বীকার করেন। লঘুদণ্ডের প্রত্যাশায় মার্কিন কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী নাফিস অপরাধ স্বীকার করে নেন। অবশেষে বিচারের রায়ে তার ৩০ বছরের কারাদন্ড হয়।
