স্টাফ রিপোর্টার : ‘বিএনপি ও তারেক জিয়াকে ঠেকাতে সেনাপতি আমদানী করে লাভ হবেনা’ বিএনপির এমন বক্তব্যের সমালোচনা করে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, কোথায় জয় আর কোথায় তারেক। জয় হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স ডিগ্রি অর্জন করেছে। তার সঙ্গে ‘টাইন্যা টুইন্যা মেট্রিক’ পাশ অর্থাৎ ‘টিটিএম’ তারেক জিয়ার তুলনা চলেনা। জয়ের আইডিয়া হলো ডিজিটাল বাংলাদেশ। আর তারেকের আইডিয়া হলো লুটপাট। তিনি শেখ হাসিনার নৌকার কাতারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, নৌকা দেশ স্বাধীন করেছে। নৌকা বিনা পয়সায় বই দিয়েছে। নৌকা দেশের মানুষের কল্যাণ করেছে। নৌকাই আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি ৪ আগস্ট রবিবার দুপুরে তার নির্বাচনী এলাকা নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী স্কুল এন্ড কলেজ মাঠে দুস্থদের মাঝে বিশেষ ভিজিএফ ও ত্রাণ সামগ্রী বিতরণ কালে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন।
তিনি ‘বিএনপি আবার ক্ষমতায় এলে দেশের চেহারা পাল্টে দেবেন’ খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে বলেন, আমরা ক্ষমতায় এসে ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূুল্যে বই তুলে দিয়েছি। আর তিনি ক্ষমতায় এলে বই দেওয়া বন্ধ করে দিয়ে সবাইকে মূর্খ বানাবেন। আমরা জঙ্গিবাদ নির্মূল করেছি, তিনি আবার জঙ্গিদের লালন করে জঙ্গিবাদে দেশ ভরে দেবেন। এদিন মন্ত্রী কলসপাড়া ইউনিয়ন ছাড়াও যোগানিয়া ও মরিচপুরান ইউনিয়নে ভিজিএফ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং নন্নী হাই স্কুল মাঠে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ইফতার মাহফিলে যোগ দেন। এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম উকিল, সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান লেবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, শনিবার সন্ধ্যার পর কৃষিমন্ত্রী নকলা উপজেলা পরিষদ চত্বরে নকলা পৌরসভা, গৌরদ্বার, চন্দ্রকোনা ও বানেশ্বর্দী ইউনিয়নের গরিব-দু:স্থ মানুষদের মাঝে ভিজিএফের চাল, শাড়ী, লুঙ্গি, শার্ট, গেঞ্জী এবং মেধাবী ও গরিব মেয়ে শিক্ষার্থীদের মাঝে জামার কাপড় বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ এফতেখার, সিনিয়র সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গোলাম রব্বানী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম আধার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান লিটন ও সৈয়দা উম্মে কুলসুম রেণু, জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহবায়ক এড. ফারহানা পারভীন মুন্নীসহ দলীয় নেতা-কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
