শ্যামলবাংলা ডেস্ক : দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন রাজধানীর গুলশান থানাধীন ১২৩ নম্বর রোডে যুবলীগের ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার ১ নম্বর সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন খান মিলকী।
পুলিশ সূত্রে জানা যায়, ২৯ জুলাই সোমবার গভীর রাতে ৪৩/বি এর শপার্স ওয়ার্ল্ডের সামনে অজ্ঞাত ২ মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় অজ্ঞাত ২ জন মোটরসাইকেলযোগে এসে গুলি করে পালিয়ে যায়।
ঘটনার পর পুলিশ ও গোয়েন্দা সদস্যরা যেখানে সেখানে যান এবং হত্যার আলামত উদ্ধার কাজে নামেন। রাজনৈতিক ও ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
