শ্যামলবাংলা ডেস্ক : মঙ্গলবার দুপুরে নরসিংদীর বাসাইল এলাকা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূ নারগিস আক্তার (৩০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী সুমন মিয়া পলাতক রয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, নারগিস শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী কোন্দারপাড়ার আবুল কাশেম ব্যাপারীর মেয়ে। দুই বছর আগে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুমন মিয়ার সঙ্গে নারগিসের পারিবারিক সূত্রে বিয়ে হয়। চলতি মাসে তাঁরা বাসাইল এলাকায় আবু দায়েন চৌধুরীর বাসা ভাড়া নেন। তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত। মঙ্গলবার দুপুরের কোন এক সময় দরজা আটকানো দেখে লোকজনের সন্দেহ হলে বাড়ির লোকজন জানালা দিয়ে ভেতরের অবস্থান জানার চেষ্টা করে। এ অবস্থায় ঘরের জানালা দিয়ে নারগিসের লাশ দেখা যায়। পরে বাড়ির মালিক ঘটনাটি থানা পুলিশকে জানান। পুলিশ ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
