সাবিনা উৎসব করেন, মোহামেডানের জন্য তিনি গোলমেশিন। ফেনী সকারের বিপক্ষে এই নারী ফুটবলার বুধবার পেলেন নয় গোল। সতীর্থ শান্ত করলেন একটি হ্যাটট্রিক। মোহামেডানের চার হ্যাটট্রিকে গোলবন্যায় ভেসেছে ফেনী সকার। ১৫-০ গোলে জিতে ওয়ালটন মহানগরী ফুটবল লিগের ফাইনালে উঠেছে মোহামেডান।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেনীর মেয়েরা প্রতিরোধ গড়ে তোলার আগেই গোলমুখ উন্মুক্ত করেন শান্ত। প্রথম গোল করেন ১০ মিনিটে। এরপর শুধু গোল আর গোল দেখেছে দর্শক। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে সাবিনার তিন হ্যাটট্রিক এবং শান্তর একটি হ্যাটট্রিক ছাড়াও গোল পেয়েছেন বিলকিস, নুবাই ও বিথি।
আবাহনী ও আরামবাগের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের লড়াইয়ে জয়ী দলের সঙ্গে তাদের ফাইনাল খেলা হবে ৩০ মার্চ।
