বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে শেরপুরে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতাকর্মীরা। ১৬ জানুয়ারি শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সরকারি কর্মচারীরা ১:৪ অনুপাতে ১২ গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন স্কেল নির্ধারণ, দ্রুত সময়ের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকরের দাবিতে এক দফা দাবি উত্থাপন করেন।
এসময় অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতা মাজেদ হোসেন সরকার।

এছাড়াও বক্তব্য দেন শেরপুর জেলা সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. সোহেল রানা, সহ-সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আতিউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সুরুজ আলী, দপ্তর সম্পাদক মো. সানাউল্লাহ, কোষাধ্যক্ষ আজিম উদ্দিন, জেলা গণপূর্ত কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিছুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান পে-স্কেলে দীর্ঘদিন ধরে বৈষম্য বিদ্যমান থাকায় সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ সময় শেরপুর জেলা সরকারি কর্মচারী সমিতির অন্যান্য সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




