‘হাত ধোয়ার নায়ক হোন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৭ অক্টোবর সোমবার সকালে শেরপুর পৌরসভার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভা প্রাঙ্গন থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

পরে পৌরসভার হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা। ওইসময় তিনি বলেন, পরিচ্ছন্নতা ও স্যানিটারি সচেতনতাই স্বাস্থ্যকর জীবনের প্রথম শর্ত। তিনি সকলকে হাত ধোয়ার গুরুত্ব, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, শেরপুর পৌরসভার কর্মসম্পাদন সহায়তা কমিটির সদস্যবৃন্দসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও আফছর আলী স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।




