ads

রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ | ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে রং মেশানো শিং মাছ জব্দ, এতিমখানায় বিতরণ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
অক্টোবর ২৬, ২০২৫ ১২:৩২ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ক্ষতিকারক রং মিশিয়ে বিক্রির সময় প্রায় ৪ কেজি শিং মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

২৫ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার তারাগঞ্জ দক্ষিণ বাজারের মাছমহল এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বাজারে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে মাছের রং উজ্জ্বল করতে ক্ষতিকারক রাসায়নিক রং ব্যবহার করছেন—এমন অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে ওই বাজারে অভিযান চালানো হয়। এ সময় এক মাছ বিক্রেতার কাছ থেকে রং মেশানো প্রায় চার কেজি শিং মাছ জব্দ করা হয়।

Shamol Bangla Ads

পরে জব্দ করা মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার আলম বলেন, বাজারে কিছু অসাধু ব্যবসায়ী মাছের রং উজ্জ্বল করতে ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করছেন। এটি মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই রং মেশানো মাছ শনাক্ত করে এ ধরনের কেনাবেচা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানাই।

তিনি আরও বলেন, জব্দকৃত মাছগুলোতে মেডিসিনের মাধ্যমে ক্ষতিকর রং দূর করা হয়। এরপর তা একটি এতিমখানায় বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!