শেরপুরের শ্রীবরদীতে শোভাযাত্রা ও সমাবেশসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা যুবদল। এ উপলক্ষে ৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনীর উদ্যোগে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হাসান আঙ্গুর, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এরশাদুজ্জামান আরজু, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহীদুর রহমান শহীদ, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আবু সালেহ, মোঃ হোসাইন, শ্রীবরদী উপজেলা ছাত্রদল নেতা রোহিত তালুকদার, মাহফুজুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম
প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন। তাই এদেশের মানুষের ভালবাসার আঙিনা বিএনপি আর ভালবাসার প্রতীক ধানের শীষ।

সমাবেশের শুরুতেই নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিএনপি, যুবদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীদের অংশ গ্রহনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

