নজরুল ইসলাম, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ নগরীর প্রধান ব্যবসা কেন্দ্র বড় বাজার রাস্তা আরসিসি (ঢালাই) কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামূল হক টিটু। ১৮ ডিসেম্বর শুক্রবার আরসিসি (ঢালাই) কাজের উদ্বোধনকালে মেয়র টিটু বলেন, বড় বাজার একটি ব্যবসা নির্ভর এলাকা। এই অঞ্চল থেকে প্রতিদিন শতশত ট্রাকভর্তি ভারী পণ্য, নির্মাণ সামগ্রী আনা নেওয়ার কাজ চলে। কার্পেটিং এর রাস্তা থাকায় অল্প সময়ের মধ্যেই রাস্তাটি চলাচল অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘস্থায়ী ও টেকসই আরসিসি রাস্তা করার জন্য ব্যবসায়ী মহলসহ এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। জনদাবি বিবেচনায় নিয়ে এই রাস্তাটি আরসিসি দ্ধারা উন্নয়ন পরিকল্পনা করে উদ্বোধন করা হলো।

প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মাণ করা হবে। বিশাল ব্যয়ে নির্মাণাধীন এই রাস্তাটির মানসম্মত, টেকসই উন্নয়নে এই এলাকার ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত বাস্তবায়নে আপনারা তদারকি করবেন। ঠিকাদারি প্রতিষ্ঠান বা প্রকৌশল বিভাগের কেউ অনিয়ম কিংবা দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়লে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরো বলেন, নির্মাণ কাজ যতই সঠিক হোক না কেন। কাজশেষে কিউরিং সঠিক না হলে কাজের মান বজায় থাকবে না। এ জন্য কিউরিং করার সময় একটু কষ্ট হলেও ব্যবসায়ীদেরকে ধৈর্য্য ধরতে হবে। সঠিকভাবে কিউরিং করা হলে এই রাস্তাটি দুই যুগেরও বেশী সময় টেকসই হবে।
পরিচ্ছন্ন নগরী উপহার দিতে মেয়র টিটু বলেন, সকালে ঘুম থেকে উঠে সারাদিন নগরবাসি একটি পরিচ্ছন্ন নগরে স্বাচ্ছন্দে চলতে পারে এই লক্ষে আগামী পহেলা জানুয়ারী থেকে রাত্রীকালিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আবারো শুরু করা হবে। সন্ধ্যার পর সিটি কর্পোরেশনের নির্দিষ্টস্থানে নগরবাসি নিত্যদিনের বাসাবাড়ি, দোকানপাঠের ময়ল্া আবর্জনা ফেলবেন এবং রাতে সিটি কর্তৃপক্ষ সেই ময়লা অপসারণ করে নিবে। আগেও রাত্রীকালীন বর্জ্য অপসারণ করা হয়েছে। করোনার কারণে অনেকটা থমকে গেছে। রাত্রীকালীন বর্জ্য অপসারণে সকলের সহযোগীতা কামনা করে তিনি বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রচারণা চলছে। এর পরও নগরবাসি তাা অমান্য করে দিনের বেলা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমাণা করা হবে। তিনি এই পরিচ্ছন্ন কাজে সকলের সহযোগীতা কামনা করেছেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাস্তবায়নে এবং জিওবি ও এমসিসি’র অর্থায়নে বড় বাজার আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক হাসান, সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন, বড় বাজার ব্যবাসায়ী সমিতির সাধারণ সম্পাদক সালমান ওমর রুবেল, ব্যবসায়ী নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তা মোঃ শফিউল্লাহ, জেলা মোটরযান শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি আঃ ছালাম, সাধারণ সম্পাদক চাঁন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মাহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, সহকারী প্রকৌশলী জসিম উদ্দিনসহ বিভিন্নস্তরের ব্যবসায়ী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
