ads

বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর ২০২০ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‌’৩০ বছর বয়সীরাও বলেন, ছোটবেলা থেকেই তারা আমার ভক্ত’

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২০ ১:৪৭ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : পূর্ণিমা; একাধারে অভিনেত্রী, মডেল ও উপস্থাপক। বর্তমানে ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামের দুটি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি সমসাময়িক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সাথে।

Shamol Bangla Ads

‘জ্যাম’ ও ‘গাঙচিল’ ছবির দৃশ্যধারণ শেষ?

এরই মধ্যে ‘গাঙচিল’ ছবির কাজ শেষ হয়েছে। ‘জ্যাম’ ছবির আরও কয়েকদিনের কাজ বাকি রয়েছে। আশা করছি, খুব শিগগির ছবিটির দৃশ্যধারণ শেষ হবে। ছবি দুটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। দুটো ছবির গল্পও দারুণ।

Shamol Bangla Ads

শুটিংয়ের বাইরে এই সময়ের ব্যস্ততা কী নিয়ে?

সন্তান ও সংসার নিয়েই এখন ব্যস্ত। শুটিং না থাকলে পরিবারের সঙ্গেই পুরোটা সময় ব্যয় করি। আর করোনা পরিস্থিতির কারণে এখন কাজ না থাকলে বাইরে বের হওয়া একেবারেই হয় না।

নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন?

না। আপাতত নতুন ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হইনি। ‘জ্যাম’ আর ‘গাঙচিল’ আগে মুক্তি পাক। এরপর নতুন ছবি নিয়ে ভাবব। আমার অভিনয়ের শুরু থেকেই সংখ্যার বিচারে নয়, মানের বিচারে কাজ করেছি। পাশাপাশি এমন নয় যে, আমাকে বছরে চার-পাঁচটি ছবিতে অভিনয় করতেই হবে।

চলচ্চিত্রে নিয়মিত না হলেও উপস্থাপনাতে নিয়মিত ছিলেন। কিন্তু এখন সেখানেও পাওয়া যাচ্ছে না…

শখের বশে উপস্থাপনা শুরু করেছিলাম। ব্যাক টু ব্যাক অনেকগুলো অনুষ্ঠান উপস্থাপনায় দেখা গেছে, মানে এই নয় যে, আমি উপস্থাপিকা হয়ে গেছি। তবে যে অনুষ্ঠানগুলো উপস্থাপনা করেছি, সেগুলোর আয়োজন ব্যতিক্রমী ছিল। কাজ করেও ভালো লেগেছে। সেগুলোর পর অনেকেই আমাকে উপস্থাপনা করতে বলেন। কিন্তু আমার নিজের কাছে পছন্দ না হওয়ায় রাজি হচ্ছি না। ভালো কনটেন্ট পেলে আগামীতেও উপস্থাপনায় দেখা যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি খুব সক্রিয়। আপনার পোস্ট করা প্রতিটি ছবির নিচে থাকে হাজারও প্রশংসা। এই সময়ে এসে কেমন লাগে?

নিজেকে নিয়ে অন্যদের প্রশংসা সবারই ভালো লাগে। অনেকেই বলেন, আমি নাকি চিরতরুণী। মজার বিষয় হচ্ছে, ৩০ বছরের অনেক ভক্ত আছে, যারা আমাকে দেখে বলেন, আপনাকে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। তখন মজা করে বলি, আপনার যখন ছোটবেলা ছিল, আমারও তখন ছোটবেলাই ছিল। মাত্র ১৭ বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলাম।

অভিনয়ে ২০ বছর পার করেছেন। অভিনেত্রী পূর্ণিমার কোনো অপূর্ণতা রয়েছে?

ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত আমি যা করেছি, সেগুলো নিয়ে অনেক খুশি। ব্যক্তিগতভাবে আমি পজিটিভ মানুষ। তাই কী পেলাম না, তা নিয়ে ভাবি না। যা পেয়েছি তাই নিয়ে খুশি থাকার চেষ্টা করি। আমার অভিনয় জীবনে লাখো মানুষের ভালোবাসা পেয়েছি। আর কী লাগে জীবনে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!