ads

বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর ২০২০ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনতার সাথে ধোকা আর কতো?

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২০ ৩:১৩ অপরাহ্ণ

সরকার মইনুল হোসেন প্লাবন

 

Shamol Bangla Ads

শেখ মুজিবের এই বাংলাদেশটা
দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে
যখন চলছে এগিয়ে দুর্বার গতিতে
কে বা কাদের জন্য কেন হঠাৎ থমকে দাঁড়ায়?
জনতার সাথে আর কতো ধোকা ভাই
আর কতো ধোকা?
দেশে জনপ্রতিনিধি অসংখ্য
জনদরদী কেন এতো নগণ্য?
স্থানীয় বা জাতীয় নির্বাচনে
সাধারণ জনতার মন ভুলিয়ে
হৃদয়নিগরানো আকর্ষণীয় প্রতিশ্রুতি
দেয় কতো নেতা-কর্মী।
পাশ করে নেতা হয় জনপ্রতিনিধি
সংশ্লিষ্ট এলাকার মুখপাত্র
হয় সম্মানের অধিকারী
জনতার আশা-ভরসার স্থল।
মানুষ আর মানবতা যেমন
এক কথা নয়,
তেমনি জনপ্রতিনিধি আর জনদরদীরও
এক ও কথা নয়।
গ্রাম্য অঞ্চলে- একটি ইউনিয়নে
মেম্বার, মহিলা মেম্বার, চেয়ারম্যান।
শহর অঞ্চলে- একটি পৌরসভায়
কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, মেয়র।
উপজেলা পর্যায়ে- একটি উপজেলায়
ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান।
জেলা পর্যায়ে- একটি জেলায়
সদস্য, প্যানেল চেয়ারম্যান, চেয়ারম্যান।
এছাড়া প্রতিটি সংসদীয় আসনে
একজন সংসদ সদস্য।
অর্থাৎ ওয়ার্ড থেকে সংসদীয় আসন পর্যন্ত
সর্বমোট ১০ জন জনপ্রতিনিধিত্ব করে থাকেন।
গর্বের বিষয়- কি সুন্দর নীতিমালা
উন্নয়নের অপার সম্ভাবনা।
তবে কেন জনতা বঞ্চিত?
কে বা কাদের জন্য এই সমস্যা!!
এতো সুন্দর নীতিমালা
এতো সুন্দর সম্ভাবনা
এতো জন জনপ্রতিনিধি
জনদরদী কেন এতো নগণ্য?
সমস্যা আজ তাদেরই জন্য
যারা চোর-বাটপার, দালাল, দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধি।
আর জনতার নেতা বাছাই প্রক্রিয়া সঠিক নয় বিধায়
জনপ্রতিনিধি-জনদরদীর সংখ্যা আজ নগণ্য।
সুন্দর নীতিমালা ও সম্ভাবনা
আজ মৃতপ্রায়,
জনতার আশা-আকাঙ্খাগুলো আজ বিলীন
সঠিক নেতৃত্বের অভাব বলে।
জনতাকে তাই দল বা মার্কাকে নয়
বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে
সমাজ ও মানুষের উন্নয়নের স্বার্থে
যোগ্য ব্যক্তিকে নির্বাচন করতে হবে।
ব্যক্তি আদর্শ-চরিত্র-গুণাবলি সম্পর্কে
পুরোপুরি ধারণা রাখতে হবে।
জনতাকে হতে হবে সচেতন
দেশ ও দশের স্বার্থে।
যোগ্যতার হয় যদি বিজয়
শুভ বুদ্ধির উদয় হয় যদি জনতার
জনদরদী হয় যদি জনপ্রতিনিধি
আসবে সঠিক নেতৃত্ব-জনতার বিজয়।
ওই নেতার কাছেই জনতা পাবে ভালবাসা
সমাজে-দেশে হবে উন্নয়ন
গরিব-দুঃখী পাবে সহায়তা
বড় পরিসরে মানুষের সেবা নেতারও ইচ্ছা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!