ads

বৃহস্পতিবার , ২ জুলাই ২০২০ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

Finite ও Non finite verb নিয়ে আলোচনা

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২, ২০২০ ৯:১২ অপরাহ্ণ

The classification of Finite and Non finite verb.(part-1)
এটি আলোচনা করার আগে আমরা জানব verb কি?
ইংরেজিতে- when a word expresses an action and predicts a fact,it is called a verb.
বাংলায় সাধারনত যে word দিয়ে কোন কাজ করা বোঝায় তাকে verb বলে। verb কে দু’ভাগে ভাগ করা হয়েছে। যথা Finite এবং Non finite. Finite wordটি ল্যাতিন শব্দ ‘Finitus’ থেকে এসেছে যার অর্থ limited বা সীমাবদ্ধ। Finite & Non finite verbকে আমরা এভাবে দেখতে পারি। যে verb sub./tense/person ইত্যাদি অনুযায়ী পরিবর্তন হতে পারে তাকে Finite এবং যা পরিবর্তিত হতে পরেনা তাদের Nonfinite verb বলা হয়। আমরা কয়েকটি example এর দ্বারা এটি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারি যেমন: 1.I like to read the book.
2.He likes to read the book.
3.They liked to read the book.

Shamol Bangla Ads

উপরের সবগুলো বাক্যে দুটি করে verb আছে যেমন:like & read যদি আমরা দেখি 1 no. বাক্যে like verb টি 2 no. বাক্যে এসে 3rd person singular number এর জন্য likes এবং 3 no. বাক্যে এসে past indefinite tense এর জন্য liked হয়েছে কিন্তু অপরদিকে read verbটি প্রতিটি বাক্যে অপরিবর্তিত রয়েছে। তাই বলা যায় like,likes বা liked verb হল Finite এবং প্রতিটি বাক্যে read হল Non finite verb.
আজকের মূল বিষয় হল Non finite verb. এটিকে তিনভাগে ভাগ করা হয়েছে যথা: Gerund, Participle & Infintive.
Gerund কি এ প্রশ্নটি করা হলেই উত্তর আসে verb+ing=Gerund কিন্তু এটি কি সঠিক definition? Gerund দেখতে এমন, কিন্তু এর definition হল যখন কোন verb একাধারে verb এবং Noun এর কাজ করে তাকে Gerund বলা হয়। Noun এর definition জিঞ্জাসা করলেও এমনই উত্তর আসে যেমন কোন কিছুর নাম (ব্যক্তি বা বস্তু )কে Noun বলে আসলেই কি তাই? Let’ see. এ Wordগুলো হল Noun যেমন Rika, Dhaka, Goodness, Depth ইত্যাদি। এখন এসব wordকে যদি পরীক্ষা করি তাহলে দেখা যায় Rika এবং Dhaka নাম অর্থাৎ Noun কিন্তু বাকি word দুটোও Noun কিন্তু এগুলো নাম নয়। কিন্তু আমারা যদি এ definition ব্যবহার করিযে “কে বা কি “দ্বারা প্রশ্ন করে উত্তর হলে তাকে Noun বলা যাবে। তাহলে সবগুলোর উত্তরই পেয়ে যাব যেমন কে Rika উত্তর হয় ‘কে’ Dhaka উত্তর আসেনা কিন্তু’ কি’ Dhaka উত্তর আসে,কি Goodness,কি Depth উত্তর পাই বলে এগুলোকে Noun বলা যাবে। তাই Gerund এর example এর ক্ষেত্রে লিখা যায় swimming is good for health. কি Good for health. swimming.তাই swimming হল Noun এবং swimming এর মাঝে verb ‘swim’ আছে তাই এটি Gerund.
Gerund আমাদের grammar এ চারভাবে ব্যবহৃত হয়।Subject,Object,Complement এবং appositive আমরা জানি বাক্যের Subect / Object হতে গেলে তাকে অবশ্যই Noun বা Pronoun হতে হয়। এক্ষেত্রে কখনও introductory ‘There’ যা একটি Adverb. Subject হিসেবে ব্যবহৃত হয় এটি ব্যতিক্রম example. তাহলে Gerund এর examples গুলো কিভাবে কাজ করে দেখা যাক।
Subect: Playing makes us active
Object এটির দুটো ব্যবহার রয়েছে অর্থাৎ verb এবং preposition এর Object থাকে
a) I love singing. ‘Love’ verb এর Object হল singing.’ কি’ ভালবাসি singing. তাই এটি Gerund, b) The rich came for helping the poor. এখানে for preposition এর Object হল helping.
Complement : My hobby is dancing. এটি একটি Subject complement এর example.
Appositive: Low impact exercise,walking, is popular to everyone. Walking হচ্ছে Low impact exercise এর appositive.
এগুলো হচ্ছে Gerund এর ব্যবহার। বাকি আছে আরো দুটি অংশ “Participle & Infinitive”, পরবর্তীতে বাকিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে।
সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
লেখক : রীতেশ কর্মকার, প্রভাষক (ইংরেজি), নিজাম উদ্দিন আহমেদ মডেল কলেজ, ইমেইল -karmakerritesh@gmail.com, মোবাইল নং.-01712679330

 


Shamol Bangla Ads

করোনা পরিস্থিতিতে শ্যামলবাংলা২৪ডটকমের বিশেষ আয়োজন ‘শ্রেণিপাঠ’ বিভাগে আপনিও পাঠাতে পারেন শিক্ষার্থীদের পাঠদান বিষয়ক যেকোন লেখা।

যোগাযোগ : ড. বিভূতিভূষণ মিত্র, বিভাগীয় সম্পাদক, শ্রেণিপাঠ, ই-মেইল : bhushan.bibhutimitra@gmail.com

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!