স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মাদকসহ ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ৮ জানুয়ারি বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ওইসময় আসামিদের কাছ থেকে ৩৭ গ্রাম হেরোইন ও ৪ কেজি ৯৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওইসব ঘটনায় মাদক আইনে ১২টি মামলাসহ মোট ১৫টি মামলা দায়ের করা হয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, ওইসব মামলায় আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।