নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় কুমড়া জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছি পোকা দমনে সেক্সফেরোম্যান ফাঁদ প্রদর্শনী উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই বুধবার বানেশ্বরদী ব্লকের কান্দাপাড়া গ্রামের কৃষক আব্দুল হাইয়ের বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত ওই মাঠ দিবসে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার এ কে আজাদ। মাঠ দিবসে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল ওয়াদুদ প্রধান অতিথি হিসেবে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ ও ইসমাতুন মাসুমা জাহান পলাশী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওই মাঠ দিবসে দুই শতাধিক স্থানীয় কৃষক-কৃষাণী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
