স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে অর্ন্তভূক্ত হয়েছেন শেরপুরের কৃতি ফুটবলার আতিকুজ্জামান আতিক। ৮ জুলাই শনিবার ঘোষিত অনুর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলে তাকেসহ ২৩ সদস্যের নাম ঘোষণা করেন দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। আতিকদের ওই টিম ১৯ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত খেলবে জর্ডান, তাজিকিস্তান ও স্বাগতিক ফিলিস্তিনের বিপক্ষে।
শেরপুর শহরের চকপাঠক মহল্লার এক হতদরিদ্র পরিবারের সন্তান আতিক। স্থানীয় চকপাঠক মহল্লার ভাড়া বাসায় থেকে বেড়ে উঠলেও তার পরিবার এখন বসবাস করে পার্শ্ববর্তী নবীনগর বেপারীপাড়ায়। স্থানীয় প্রশিক্ষক সাধন বসাক ও মজিবর রহমানের হাত ধরে বেরিয়ে আসা আতিক সামনের দিকে এগিয়ে যান ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত ও সালাউদ্দিন ভুট্টোর সহায়তায়। প্রথম দিকে বাফুফে আয়োজিত বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় আতিক। এরপর কাকলী স্পোর্টিং ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়ে তিনি জেলা ফুটবল দলের খেলোয়াড় হন। এবার সিলেটে অনুষ্ঠিত সাফ গেইমসে বাংলাদেশ অনুর্ধ-১৬ ফুটবল দলের খেলোয়াড় হিসেবে অংশগ্রহণের মাধ্যমে ৩ গোল করে সকলের নজরে আসে আতিক। ওই টূর্ণামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। এরপর দিলকুশা ক্লাবের হয়ে তৃতীয় বিভাগ ফুটবলে অধিনায়ক হিসেবে গেলে কৃতিত্বের পরিচয় দেয়। দিলকুশা অপরাজিত চ্যাম্পিয়ন হয়। তার কৃতিত্বে ২য় ও ১ম বিভাগ না গেলেই সরাসরি সুযোগ পায় চ্যাম্পিয়ন লীগে। চ্যাম্পিয়ন লীগে ভিক্টোরিয়া ক্লাবের খেলোয়াড় হিসেবে অংশ গ্রহণ করে। এবারও সরাসরি চলে যায় আরামবাগের হয়ে বাংলাদেশের সর্বোচ্চ লীগ প্রিমিয়ার লীগে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় ফুটবল দল গঠনের লক্ষ্যে এবং প্রশিক্ষণের জন্য আনে বিদেশী ফুটবল কোচ এন্ড্রো ওর্ডকে। এন্ড্রো ওর্ড অনুর্ধ-১৯ বৎসর বয়স্ক (ট্রায়াল) থেকে ১৫০ জন, অপেন থেকে ১শ জন খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ শেষে জাতীয় দল গঠনের জন্য (অনুর্ধ্ব-২৩ বৎসর ট্রায়াল) ২ দিন বাছাই কার্যক্রম করে ৩৬ জনকে প্রাথমিক বাছাই করেন। ৩৬ জন ফুটবল খেলোয়াড়কে প্রশিক্ষণ শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের চূড়ান্তভাবে ২৩ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেন শনিবার দুপুরে। সেই ২৩ জন জাতীয় দলের মধ্যে একজন মোঃ আতিকুজ্জামান আতিক। এ দল ৯ জুলাই রবিবার যাবে নেপালে একটি প্রীতি ম্যাচ খেলেতে। নেপালে খেলাটি হবে ১১ জুলাই। সেখান থেকে ১৪ জুলাই যাবে কাতারে। কাতারে ৩ দিন অবস্থান করে জর্ডান, ইসরাইল, ফিলিস্তিন হয়ে ১৭ জুলাই অংশ গ্রহণ করবে এএফসি অনুর্ধ-২৩ ফুটবল টুর্ণার্মেন্ট। বাংলাদেশ খেলবে ১৯, ২১ ও ২৩ জুলাই। ফিরবে ২৫ জুলাই। আতিক ওইসব প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে ২৮ জুলাই শুরু হওয়া অনুর্ধ্ব-১৯ দলের প্রশিক্ষণে অংশ নেবে।
এদিকে শেরপুরের সন্তান আতিকুজ্জামান আতিকের জাতীয় ফুটবল দলে (অনুর্ধ্ব-২৩) অর্ন্তভূক্তি হওয়ায় তাকেসহ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, বাফুফে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, প্রধান কোচ অ্যান্ড্রু ওর্ড ও দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপুকে অভিনন্দন জানিয়েছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য, হুইপ আতিউর রহমান আতিক। অন্যান্যের মধ্যে অভিনন্দন জানিয়েছেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত ও সাধারণ সম্পাদক হাকিম বাবুল।

