শ্রীবরদী প্রতিনিধি : দরিদ্র ও অসহায় রোগীদের জন্যে শেরপুরের শ্রীবরদী উপজেলার টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ে চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শিানুরাগী আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান সুজার সৌজন্যে ময়মনসিংহের কে জামান বিএনএসবি’র সহযোগিতায় ১০ জানুয়ারি রবিবার ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ উপলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের ফিরোজা ইজ্জত মোমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসরিন জাহান।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিানুরাগী মোঃ মাহবুবুর রহমান সুজা ও শহর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আঞ্জুমানআরা বেগম। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টেংগড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আবু রায়হান, আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান ও মমিন মিয়া প্রমূখ। ওই সময় দুই শতাধিক অসহায় দরিদ্র রোগীরা চোখের চিকিৎসা ও ছানি অপারেশনের জন্যে উপস্থিত ছিলেন।




