ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক এনামুল হক মুকুল ও ঝিনাইদহ কে.সি কলেজ ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মাসুম কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক এনামুল হক মুকুলকে রাত ২.৩০মিনিটে নিজ বাসা থেকে পুলিশ গ্রেফতার করে। এদিকে ঝিনাইদহ কে.সি কলেজ ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মাসুমকেও রাত ৩টার দিকে নিজ বাসা থেকে পুলিশ গ্রেফতার করে। এনামুল হক মুকুল ও মনিরুজ্জামান মাসুম গ্রেফতারে তীব্র প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান। গ্রেফতারের বিষয়ে ঝিনাইদহ থানার উপ-পরিদর্শক জানান, অবরোধে নাশকতা সৃষ্টির আশংকায় তাদেরকে গ্রেফতার করে জেলা হাজতে পাঠানো হয়েছে।
