উত্তম কুমার পাল, নবীগঞ্জ (হবিগঞ্জ) : এমপি কেয়া চৌধুরী বলেছেন,নারীদের আরো সাহসী ও কর্মমূখী হতে হবে। এতে করে প্রতিটি বাড়িতে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। তিনি আরো বলেন,নারীদের কর্মসংস্থান তৈরী করে দিতে বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকার বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছে। পরে ঋণের ব্যবস্থাও করে দিচ্ছে। এসব পেয়ে বেকার নারীরা আজ স্বাবলম্বী হতে পারছে। তিনি উঠান বৈঠকে অংশ নেয়া নারীদের উদ্দেশ্য করে বলেন- আপনারাও বসে থাকবেন না। প্রস্তুত হোন। প্রশিক্ষনের ব্যবস্থা করব। এর অভিজ্ঞতা অর্জন করে আপরানাও আরো কর্মমূখী হবেন।

গতকাল সোমবার দিনব্যাপী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ৫নং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ালীগের উদ্যেগে উমরপুর গ্রামের তাহিদ মিয়ার বাড়িতে উঠান বৈঠকে এসব কথা বলেন- হবিগঞ্জ-সিলেট জেলার নারী আসনের এমপি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ- সম্পাদক আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আশিকুর রহমান,সভায় আরো উপস্থিত ছিলেন,বিশিষ্ট মুরব্বি কনা মাস্টার,সহ সভাপতি,সিরাজুল ইসলাম,ওয়ার্ড সেক্রেটারী,জনাব আলী, যুবলীগ সভাপতি লিকসন।
সভা শেষে এমপি কেয়া চৌধুরী এলাকার, কমিউনিটি কিনিক পরিদর্শনসহ,উমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে, ক্রীড়া সামগ্রী বিতরন করেন।
নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় হরতাল অবরোধের নামে জ্বালাও ফোড়াও ভাংচুর নাশকতার বিরুদ্ধে কটোর হুসিয়ারী দেয়া হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকে নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ বাহুবল এলাকার সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আশরাফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জাতীয় পার্টি সভাপতি ডাঃ শাহ আবুল খয়ের, সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসকাব সাধারণ সম্পাদক সরওয়ার শিকদার, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, দিলাওর হোসেন, মেহের আলী মালদার, সমর চন্দ্র দাশ, মোঃ জাবিদ আলী, মোঃ নজরুল ইসলাম, আবুল খয়ের গোলাপ, মোঃ ছালিক মিয়া প্রমূখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ অর্ধেন্দু চন্দ্র দেব, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহান খালেদ, হাজ্বী আব্দুল মুক্তাদির চৌধুরী, মিনিবাস মালিক সমিতির সম্পাদক মাহবুবুর আলম সুমন প্রমূখ। সভায় দেবপাড়া ইউপি চেয়ারম্যান জাবিদ আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা, গজনাইপুর ইউনিয়নের লো গ্রামে আলী নেওয়াজ এর বাড়ী দখলে পুলিশের সহায়তা, সন্ত্রাসী বাহিনীর গুলি বর্ষণের ঘটনা,পুলিশের পপাতিত্বের ভূমিকায় এলাকাবাসী পুলিশের প্রতি আস্থা হারিয়েছে বলে জানানো হয়। সভায় হরতাল অবরোধ এর নামে গাড়ী ভাংচুরের অধিকার কেউ দেয়নি। তা রাজনৈতিক কর্মসূচী হতে পারেনা। রাজনৈতিক নেতা হিসাবে ঘরে বসে থাকবেন আর ভাংচুর জ্বালাও ফোড়াও করা হবে নেতা হিসাবে এর দায় এড়াতে পারবেননা। মাধবপুর থেকে সৈদপুর পর্যন্ত মহাসড়ককে নিরাপত্তা দিতে হবে। এজন্যে সকল প্রতিনিধিকে জন নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। সভায় নবীগঞ্জে জুয়া চুরি ডাকাতি প্রতিরোধে পুলিশের টহল ব্যবস্থা জোরদারের আহবান জানানো হয়।
