ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ইসমাঈল হোসেন (২৮) নামে এক ব্যক্তি খুন হয়েছে। ছেলের লাশ দেখতে গিয়ে পিতা আব্দুল হান্নানেও (৭১) মুত্যু হয়েছে। তাদের বাড়ি ওই উপজেলার মারাধার গ্রামে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৫ টায় ওই উপজেলার কইমারী বিল থেকে ইসমাঈলের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বাড়ি থেকে দেড় কিলোমিটার দুরে কই বিলনামক স্থানে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে লাশ দেখতে গিয়ে ইসমাঈলের পিতা আব্দুল হান্নান হার্টএ্যাটাক করে মারা যান।
হরিপুর থানার ওসি আখতারুজ্জামান প্রধান মৃত্যুও সত্যতা নিশ্চিত করে বলেন, ইসমাঈলকে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা খুচিয়ে খুচিয়ে হত্যা করেছে। তবে কি কারনে এ হত্যাকান্ড এখন পর্যন্ত জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানা তিনি।
