চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার সদর, দামুড়হুদা-জীবননগরে অভিযান চালিয়ে বিজিবি ফেন্সিডিলসহ হামিদা বেগম ও মুরাদ নামে দুই ব্যাক্তকে আটক করেছে। উদ্ধার করেছে ভারতীয় মদ, ট্রাকের পার্টস ও সিটি গোল্ডের গয়না ও ফেনসিডিল। রোববার ভোরে এগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, রোববার ভোর ৫ টার দিকে দামুড়হুদা উপজেলার মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নাজমুল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে মুন্সীপুর সীমান্তের একটি ঝোপে ওৎপেতে সাড়ে ১১ লাখ টাকার সিটিগোল্ডের গয়না উদ্ধার করে।
এছাড়া, সকাল ৬ টার দিকে জীবননগর বিশেষ ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে শহরের আমতলা পাড়ায় অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় মদ ও ট্রাকের পার্টস আটক করে।
অন্যদকে শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে রাজাপুর ক্যাম্পের কমান্ডার তোতা মিয়াসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের লাল মিয়ার স্ত্রী হামিদা বেগম, রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত আব্দুল করিমে ছেলে মুরাদ আলীকে ১২৩ বোতল ফেনসিডিলসহ আটক করে। রাতেই এদেরকে চুয়াডাঙ্গা থানায় সোপর্দ করা হয়। উদ্ধারকৃত মালামালগুলো মূল্য আনুমানিক ১৬ লাখ টাকা। যা দর্শনা কাষ্টমস গুদামে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর, জীবননগর ও দামুড়হুদা থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।
আলমডাঙ্গা থেকে বোমা উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আসমানখালী বাজারের তেল ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে না পেয়ে দোকানের সামনে বোমা রেখে গেছে। খবর পেয়ে শনিবার দিবাগত রাত ১টার দিকে আসমানখালী বাজারে মিজান স্টোরের সামনে থেকে বোমাটি উদ্ধার করা হয় পুলিশ।
তেল ব্যবসায়ী মিজান স্টোরের মালিক মিজানুর রহমান জানান, গত সোমবার দুর্বৃত্তরা মোবাইল ফোনে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। পরে রাতে দোকানের সামনে সাদা টেপ দিয়ে জড়ানো একটি বোমা দেখতে পায় এলাকাবাসী। তারা পুলিশ ক্যাম্পে খবর দিলে আসমানখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ রঞ্জিত ফোর্স নিয়ে বোমাটি উদ্ধার করে।
আসমানখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, চাঁদা চাওয়ার ঘটনাটি আমি শুনেছি। আসলে আতঙ্ক সৃষ্টি করার জন্য বোমাটি রেখে যাওয়া হয়েছে। তিনি আরও জানান, দুর্বৃত্তদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা সদর সদরের চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পাশে একটি আম বাগানে পড়ে থাকা অবস্থা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন জানান, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পাশে একটি আম বাগানে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরও জানান, উদ্ধারের সময় লাশের পরনে ছিলো জিন্সের প্যান্ট ও ফুল হাতা ষ্টেপ শার্ট। লাশের পিঠে ছেঁচড়ানোর দাগ ছিলো। তবে কি কারনে বা কারা হত্যার ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
