মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার শহরের কোট রোডের ফুট পাতের পাশ থেকে অজ্ঞাত পরিচয় (৩৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকাল ৯ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোট রোড এলাকার ফুট পাতের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুস ছালেহ বিষয়টি নিশ্চিত করেছেন।
