রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার কাটরাশইন হাটখলার দক্ষিণ পার্শ্বের সরকারি খাল দখল করে কতিপয় ভূমি দস্যুদের বিরুদ্ধে ইটের আরসিসি পিলার দিয়ে দোকান ঘর নিমার্ণ করার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় যে, হাটখলার পাশ দিয়ে বয়ে যাওয়া খালের তিন ভাগের এক ভাগ ও ইট পাড়া রান্তার সংলগ্ন সরকারি খাস জায়গা দখল করে স্থানীয় ইউপি মেম্বার চাঁন মিয়া (৪০) ও রঞ্জু মেকার (৩০) নামে দুই ব্যক্তি প্রভাবশালী মহলের সহযোগিতায় ও নিজেদের পেশী জোরে ইটের আরসিসি পিলার দিয়ে স্থায়ীভাবে দোকান ঘর নিমার্ণ করছে। এতে স্থানীয়দের মাঝে এক চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। খালের অনেক গভীর থেকে আরসিসি পিলার ও ইটের দ্বারা নির্মিত দেয়াল দিয়ে খাল ভরাট করে দোকান ঘর তৈরির এই দৃশ্যটি একটু দূর থেকে অনেকের কাছেই বাড়ি তৈরি করার দৃশ্য বলে মনে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেক দোকানদাররা অভিযোগ করে বলেন, চাঁন মেম্বার এলাকায় একজন ভূমিদস্যু বলে পরিচিত। সে আর কোথাও জায়গা না পেয়ে স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় নিজের পেশীবলের জোরে অন্যকে সঙ্গে নিয়ে বিভিন্ন অজুহাতে সরকারি এই খাস জায়গা দখল করতে শুরু করেছে। এতে দিনের পর দিন এই খালের চারদিকে যে যেভাবে পারে দখল করার মহা উৎসব শুরু হবে বলে আশংকা প্রকাশ করছে। তারা আরও বলেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে চুক্তি করে ইতোমধ্য খালের পাশ দিয়ে টিনের বেড়া দিয়ে দোকান ঘর তৈরি করে অনেকেই ব্যবসা করা শুরু করেছে। প্রভাবশালী মহলের হাতছানি এই মেম্বারের উপড় থাকায় আমরা তার অন্যায়ের প্রতিবাদ করার সাহস পাইনা। তাই চোখের সামনে অন্যায় কোন কিছু হলেও আমরা নিজেদের কথা ভেবে প্রতিবাদ করতে পারি না। আমরা সবাই চাই এই অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়ে আইনগত ভাবে স্থাপনা তৈরি হোক।

এই বিষয়ে প্রভাবশালী মেম্বার চাঁন মিয়া ও রঞ্জু মেকার বলেন আমাদের কাছে সরকারি ভাবে বৈধ কোন কাগজপত্র নেই। আমরা হাটখলায় অবস্থিত স্থানীয় মাদ্রাসায় প্রতি মাসে অর্থ দেওয়ার চুক্তিতে হাট কমিটির সকল সদস্যগনের দেয়া শর্ত ও ১৫০টাকার ষ্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে কমিটির সকল সদস্যদের অনুমতি সাপেক্ষে আমরা এই খালের উপড় দোকান ঘর নিমার্ণ করছি।
এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, সরকারি জায়গা দখল করে এই অবৈধ দোকানঘর নিমার্ণ সম্পর্কে আমার কিছুই জানা নেই।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাওয়ারী বলেন, কোন অজুহাত দিয়ে সরকারি জায়গা দখল করে তৈরিকৃত স্থাপনা অবৈধ এবং আইনগত কোন কাগজপত্র ছাড়া স্থাপনা তৈরি করার কোন আইন নেই। তিনি আরও বলেন সরেজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ivYxbM‡i miKvwi RvqMv `Lj K‡i †`vKvbNi wbg©vY
ivYxbMi (bIMuv) cÖwZwbwa : bIMuvi ivYxbMi Dc‡Rjvi KvUivkBb nvULjvi `w¶Y cv‡k¦©i miKvwi Lvj `Lj K‡i KwZcq f~wg `my¨‡`i wei“‡× B‡Ui Aviwmwm wcjvi w`‡q †`vKvb Ni wbgvY© Kivi Awf‡hvM cvIqv ‡M‡Q|
m‡iRwg‡b wM‡q †`Lv hvq †h, nvULjvi cvk w`‡q e‡q hvIqv Lv‡ji wZb fv‡Mi GK fvM I BU cvov ivš—vi msjMœ miKvwi Lvm RvqMv `Lj K‡i ¯’vbxq BDwc †g¤^vi Puvb wgqv (40) I iÄy †gKvi (30) bv‡g `yB e¨w³ cÖfvekvjx gn‡ji mn‡hvwMZvq I wb‡R‡`i †ckx †Rv‡i B‡Ui Aviwmwm wcjvi w`‡q ¯’vqxfv‡e †`vKvb Ni wbgvY© Ki‡Q| G‡Z ¯’vbxq‡`i gv‡S GK Pvcv †¶v‡fi m„wó n‡q‡Q| Lv‡ji A‡bK Mfxi †_‡K Aviwmwm wcjvi I B‡Ui Øviv wbwg©Z †`qvj w`‡q Lvj fivU K‡i †`vKvb Ni ˆZwii GB `„k¨wU GKUz `~i †_‡K A‡b‡Ki Kv‡QB evwo ˆZwi Kivi `„k¨ e‡j g‡b n‡e|
bvg cÖKv‡k Awb”QzK ¯’vbxq A‡bK †`vKvb`viiv Awf‡hvM K‡i e‡jb, Puvb †g¤^vi GjvKvq GKRb f~wg`my¨ e‡j cwiwPZ| †m Avi †Kv_vI RvqMv bv †c‡q ¯’vbxq cÖfvekvjx‡`i mn‡hvwMZvq wb‡Ri †ckxe‡ji †Rv‡i Ab¨‡K m‡½ wb‡q wewfbœ ARynv‡Z miKvwi GB Lvm RvqMv `Lj Ki‡Z ïi“ K‡i‡Q| G‡Z w`‡bi ci w`b GB Lv‡ji Pviw`‡K ‡h †hfv‡e cv‡i `Lj Kivi gnv Drme ïi“ n‡e e‡j AvksKv cÖKvk Ki‡Q| Zviv AviI e‡jb ¯’vbxq cÖfvekvjx e¨w³‡`i m‡½ Pzw³ K‡i B‡Zvga¨ Lv‡ji cvk w`‡q wU‡bi †eov w`‡q †`vKvb Ni ˆZwi K‡i A‡b‡KB e¨emv Kiv ïi“ K‡i‡Q| cÖfvekvjx gn‡ji nvZQvwb GB †g¤^v‡ii Dco _vKvq Avgiv Zvi Ab¨v‡qi cÖwZev` Kivi mvnm cvBbv| ZvB †Pv‡Li mvg‡b Ab¨vq †Kvb wKQz n‡jI Avgiv wb‡R‡`i K_v †f‡e cÖwZev` Ki‡Z cvwi bv| Avgiv mevB PvB GB A‰ea ¯’vcbv D‡”Q` n‡q AvBbMZ fv‡e ¯’vcbv ˆZwi †nvK|
GB wel‡q cÖfvekvjx †g¤^vi Puvb wgqv I iÄy †gKvi e‡jb Avgv‡`i Kv‡Q miKvwi fv‡e ‰ea †Kvb KvMRcÎ †bB| Avgiv nvULjvq Aew¯’Z ¯’vbxq gv`ªvmvq cÖwZ gv‡m A_© †`Iqvi Pzw³‡Z nvU KwgwUi mKj m`m¨M‡bi †`qv kZ© I 150UvKvi ó¨v‡¤ú ¯^v¶i w`‡q KwgwUi mKj m`m¨‡`i AbygwZ mv‡c‡¶ Avgiv GB Lv‡ji Dco †`vKvb Ni wbgvY© KiwQ|
GB wel‡q ¯’vbxq BDwc †Pqvig¨vb bRi“j Bmjvg e‡jb, miKvwi RvqMv `Lj K‡i GB A‰ea †`vKvbNi wbgvY© m¤ú‡K© Avgvi wKQzB Rvbv †bB|
GB wel‡q Dc‡Rjv wbev©nx Kg©KZv© gwbi“j Bmjvg cvIqvix e‡jb, †Kvb ARynvZ w`‡q miKvwi RvqMv `Lj K‡i ˆZwiK…Z ¯’vcbv A‰ea Ges AvBbMZ †Kvb KvMRcÎ Qvov ¯’vcbv ˆZwi Kivi †Kvb AvBb †bB| wZwb AviI e‡jb m‡iRwg‡b wM‡q NUbv¯’j cwi`k©b mv‡c‡¶ mswkó‡`i wei“‡× AvBbMZ e¨e¯’v MÖnY Kiv n‡e|
