বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশাল বাবুগঞ্জে’র অমৃত কনজ্যুমার ফুড প্রোডাক্টস্ নামের একটি ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ফ্যাক্টরীর রাজ মোহন নামের একটি গোডাইনে থাকা তৈরি কৃত (চানাচুর) খাদ্য পন্য ও চিনি সহ খাদ্য পন্য উৎপাদনের কাঁচামাল আগুনে পুড়ে যায়। প্রাথমিক ভাবে যানাযায় এতে ফ্যাক্টরীর প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয় এ সময় প্রাথমিক অবস্থায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টার করলে ফ্যাক্টরীর প্রায় ২৫ জন শ্রমীক আহত হয়। প্রতাক্ষদর্শী ও স্থানীয় সূত্রে যায়,বরিশাল বাবুগঞ্জ উপজেলার পূর্বপাশা নামক স্থানে অমৃত কনজ্যুমার ফুড প্রোডাক্টস্ নামের একটি ফ্যাক্টরীতে গতকাল সোমবার সকাল সোয় ১০টার দিকে ফ্যাক্টরীর রাজ মোহন নামের একটি গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যামে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সম্পূর্ন গোডাউনে ছড়িয়ে পরে আগুন লাগার সংবাদ পেয়ে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় দের ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এসময় প্রতিষ্ঠানের কমপক্ষে ২৫ জন শ্রমিক আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগুনে গোজাউনে থাকা তৈরি কৃত (চানাচুর) খাদ্য পন্য ও চিনি সহ খাদ্য পন্য উৎপাদনের কাঁচামাল সম্পূর্ন ভস্মিভূত হয়। আহুনের প্রতিষ্ঠানের প্রায় ২০ লক্ণাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু মালিক পক্ণের দাকি ক্ষতির পরিমান আরো বাড়তে পারে। এদিকে আগুন লাগার সংবাদ পেয়ে বরিশালে প্রসানের উদ্ধতন কর্মকর্তা, অমৃত কনজ্যুমার ফুড প্রোডাক্টসের চেয়ারম্যান বিজয় কৃষœ দে,বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সুলতান আহম্মেদ খান,স্থানীয় ইউপি চেয়ারম্যান অহেতুল ইসরাম খান ঘটনা স্থল পরিদর্শন করেন।
