কাজী আবু হুরাইরা শিলন, নওগাঁ : জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আলহাজ্ব আকতার হামিদ সিদ্দিকী বলেছেন, সাধারণ মানুষ আ’লীগকে ভোট দেয়নি। ভোট ডাকাতি না করলে উপজেলা নির্বাচনে তাদের ভরাডুবি হতো। জাতীয় নির্বাচনের মত উপজেলা নির্বাচনেও মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা ভোট কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে মানুষ হত্যা করে ফলাফল তাদের পক্ষে নিয়েছে। মানুষ একদিন এসবের জবাব দিবে। তিনি ২৩ মার্চ রবিবার দিবাগত রাতে তিনি তার নির্বাচনী এলাকা নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: মর্জিনা আক্তারের সম্বর্ধনা উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দানকালে ওইসব কথা বলেন।

মহাদেবপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ রাজু এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপি’র সহ-সভাপতি আফতাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাগর, হাজী আককাস, বিএনপি নেতা আতোয়ার রহমান, আর,কে,এম,রেজা, আকতার হোসেন, হবিবর রহমান, সেকেন্দার আলী, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান দুলাল, সফাপুর ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাচ্চু, থানা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, থানা যুবদলের সভাপতি মোজাফ্ফর রহমান, সাবেক সভাপতি কিউ,এম,সাঈদ টিটো, যুবদল নেতা শাহাদৎ হোসেন শান্ত, লিয়াকত আলী বাবলু, থানা মহিলা দলের নেত্রী রওশন জাহান, থানা ছাত্রদলের আহŸায়ক এ,কে,এম,মাসুদুর রহমান টিক্কা, যুগ্ম আহŸায়ক হাফিজুর রহমান, শামীমুর রেজা শামীম, সাইদুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন প্রমুখ।
