ঝালকাঠি প্রতিনিধি : ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইলে শিল্প-সংস্কৃতির আলো’ ছড়িয়ে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদোগে ঝালকাঠিতে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ অ্যাক্রোবেটিক প্রদর্শনী। দর্শকপ্রিয় কিন্তু অবহেলিত অ্যাক্রোবেটিক শিল্পের বিকাশ ও উন্নয়নের জন্য শিল্পকলা একাডেমি দেশের ৬৪টি জেলায় এ ধরনের প্রদর্শনীর আয়োজন করেছে। ঝালকাঠিতে অনুষ্ঠিত হয় ২৪তম প্রদর্শনী। ঝালকাঠির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোন্দকার আনোয়ার হোসেন প্রদর্শনী উদ্বোধন করেন। জেলা শিল্পকলা একাডেমির সদস্যসচিব মনোয়ার হোসেন খান ও অ্যাক্রোবেটিক টিমের সমন্বয়কারী মাহাবুবুর রহমান সুজন বক্তৃতা করেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে অ্যাক্রোবেটিক দলের শিল্পীরা মোট ১৩টি ইভেন্টে যাদুকরী নৈপূণ্য প্রদর্শন করে। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের ছয় শতাধিক নারী-পুরুষ মুগ্ধ হয়ে তা উপভোগ করেন।
ঝালকাঠিতে অবৈধ কারেন্টজাল আটক
জাটকা রক্ষার কার্যক্রমের আওতায় ভ্রাম্যমান আদালত বুধবার ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১৮ হাজার মিটার অবৈধ কারেন্টজাল আটক করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম শাহনেওয়াজ এতে নেতৃত্ব দেন। এ সময় উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা মোঃ শহীদ মিয়া ও অধীর রঞ্জন মিত্র উপস্থিত ছিলেন। আটককৃত জাল পরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।