জামালপুর প্রতিনিধি : মেলান্দহে শিক্ষার মানোন্নয়নে ডিজিটাল কন্টেন্ট শীর্ষক একদিনের কর্মশালা ২৩ জানুয়ারী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ব্যক্তিগতভাবে এর আয়োজন করেন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার প্রধান শিক্ষক- কম্পিউটার শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। উপজেলা তথ্যসেবা কেন্দ্রের সুপারভাইজার ও ইন্সট্রাক্টর হাতেম আলী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কন্টেন্টে বক্তব্য রাখেন- কথাসাহিত্যিক কেজিএস-মোহর সোবাহান হাইস্কুলের প্রধান শিক্ষক ও সৈকত সাহিত্য সংসদের সভাপতি এস.এম.জুলফিকার আলী লেবু, মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাই স্কুলের কম্পিউটার শিক্ষক জহুরুল হক, আশরাফুল হক ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-মানবাধিকার কর্মী শাহ্ জামাল প্রমুখ। কর্মশালায় কম্পিউটার ব্যবহার, বিভিন্ন প্রোগ্রাম তৈরী, পাঠদান পদ্বতি, ইন্টার ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া চারুকলা শিক্ষক সংকটে আমাদের করণীয় শীর্ষক পৃথক আলোচনায় স্বেচ্ছাসেবীর অংশ হিসেবে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি ও সৈকত সাহিত্য সংসদ পরিচালিত সাময়িক শিক্ষক সরবরাহের উদ্যোগকে স্বাগত জানানো হয়।
