আমতলী (বরগুনা) প্রতিনিধি : তফসিল ঘোষনার পূর্বেই উপজেলা নির্বাচনকে ঘিরে আমতলীতে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা মাঠে কাজ করছেন। অনেক প্রার্থী এরই মধ্যে ভোটারদের সাথে কুশল এবং মতবিনিময় ছাড়াও নিজের প্রার্থীতার বিষয়ে সরাসরি ভোটারদের মতামত নিচ্ছেন।

এ পর্যন্ত ৪/৫জন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে
তবে তফসিল ঘোষনার পর প্রার্থীর সংখ্যা বাড়তে ও পারে। এ পর্যন্ত নির্বাচনী এলাকায় ভোটারদের মাঝে যাদের নাম আলোচিত হচ্ছে তারা হচ্ছেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জি, এম ,দেলোয়ার হোসেন, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ আঃ কাদের মিয়া, আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ আবুল কালাম সামসুদ্দিন সানু (কমান্ডার) , উপজেলা আওয়ামীলীগের সম্পাদক সামসুদ্দিন আহমেদ (ছজু) ,আওয়ামলীগ নেতা আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান হলদিয়া ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মৃধা , আমতলী পৌর আওয়ামীলীগ সভাপতি মো. মজিবুর রহমান, সবমিলিয়েই প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে গোটা উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত আমতলী উপজেলা।
ইতোমধ্যে নির্বাচন কমিশন দেশের ১০২ টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে। ১ম দফার নির্বাচনে এ উপজেলা অর্ন্তভূক্ত না হলেও ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছে সম্ভাব্য প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অনেকেই প্রচন্ড শীত উপেক্ষা করে সকাল থেকেই দিনভোর গনসংযোগ করে চলেছেন।
