ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদশা এবং একই উপজেলার কাংশা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ১৮ জানুয়ারী শনিবার দুপুরে উপজেলা সদরে আয়োজিত বিশাল মানববন্ধনে তাদের মুক্তিসহ দুদকের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমিতির সভাপতি আবু হেলাল খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বণিক সমিতির সদস্য গোলাম মোস্তফা, জুয়েল স্মৃতি ফাউডেশনের সদস্য ফারুক আহম্মেদ প্রমুখ। মানববন্ধন চলাকালে ঝিনাইগাতী সদরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে।
উলেখ্য, টিআর প্রকল্পের গম আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সরকারকে ১৩ জানুয়ারি সোমবার কারাগারে পাঠানো হয়েছে।