আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি রেলওয়ে ষ্টেশান এলাকায় শেখ রাসেল স্মৃতি সংঘের কার্যালয় উদ্বোধন উপলক্ষে রবিবার এক সভা অনুষ্ঠিত হয়। আদমদীঘি সদর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, নিসরুল হামিদ ফুতু, জিআরএম শাহজাহান, আনছার আলী, আবুল কাশেম, রফিকুল ইসলাম, জিল্লুর রহমান, আবুল হোসেন, ছাত্রলীগ সভাপতি সুমিনুল ইসলাম প্রমূখ। পরে ফেরদৌস হাসানকে সভাপতি ও সিরাজুল ইসলামকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ঠ শেখ রাসেল স্মৃতি সংঘের কমিটি গঠন করা হয়।
