মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে ২টি তাজা শক্তিশালী বোমা উদ্ধার করেছে র্যাব। গতকাল শনিবার দুপুর পৌনে ১২টার দিকে র্যাব-৬ মেহেরপুর গাংনী ক্যাম্পের সদস্যরা বোমা দুটি উদ্ধার করেন।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি তারেক জুবায়ের জানিয়েছেন, নাশকতার উদ্দেশ্যে দুর্বত্তরা বোমাগুলো রেখেছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিদ্যালয়ের মুল ভবনের পেছনের দিকে প¬াস্টিকের ব্যাগের মধ্য থেকে কালো স্কচ টেপ জড়ানো বোমা দুটি উদ্ধার করা হয়। পানি-বালি ভর্তি পাত্রে প্রাথমিক ভাবে নিষ্ক্রিয় করে বোমাগুলো র্যাব ক্যাম্পে নেওয়া হয়েছে।