ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া-আমুয়া সড়কের জোড়া পোল বাশবুনিয়া রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১২ নভেম্বর মঙ্গলবার রাত ৯টার দিকে ওই বৃদ্ধার লাশ রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়।
জানা যায়, এলাকাবাসী রাস্তার পাশে বৃদ্ধার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
