নবাবগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতা : ২৩ অক্টোবর রাতে দিনাজপুরের নবাবগঞ্জ থানায় এক আদিবাসী বিধবাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১টি মামলা দায়ের হয়েছে। মামলা সূত্রে জানা যায় উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের বামনগড়(জামাল)পুর গ্রামের মৃত আমিন বাস্কের স্ত্রী(৩০)কে একই গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে আয়েস উদ্দীন গত ১৫ অক্টোবর গভীর রাতে তার বাড়ীতে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে প্রতিবেশিরা এসে ধর্ষণের চেষ্টাকারী আয়েসকে আটক করে। এরপর ওই এলাকার ইউ,পি সদস্য নুরুল ইসলামকে খবর দিলে সে আসার পূর্বেই আয়েসের লোকজনেরা এসে আয়েসকে ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে ধর্ষণের চেষ্টার শিকার হওয়া ওই বিধবা নিজেই বাদী মামলাটি দায়ের করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
