ads

মঙ্গলবার , ৮ অক্টোবর ২০১৩ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরার কলারোয়ায় শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৮, ২০১৩ ৬:৩৯ অপরাহ্ণ

Satkhira-map2আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) :  সাতক্ষীরার কলারোয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ‘উৎসাহ সৃষ্টির তাগিদে’ ৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রোজেক্টরের মাধ্যমে লিখিত, মৌখিক ও অডিও-ভিজ্যুয়াল কেন্দ্রিক সাধারণ জ্ঞানের ওই প্রতিযোগিতার আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকত।
উপজেলার সকল স্কুল ও কলেজের ২জন করে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সোনাবাড়িয়া হাইস্কুলের আসাদুল্যাহ আল গালিব ও আলিমুজ্জামান। রানার্সআপ হয়েছে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের আশিকুর রহমান ও আশিকুজ্জামান। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বেগম খালেদা জিয়া কলেজের তুহিনুল ইসলাম ও ফারহানা নাজনীন। রানার্সআপ হয়েছে শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের কামরুজ্জামান ও শরীফ। সুধীজনদের মধ্যে বিজয়ী হয়েছেন মাস্টার আ.আজিজ, সাংবাদিক গোলাম রহমান ও মাস্টার ইব্রাহিম হোসেন। বিচারকের দায়িত্বে ছিলেন পরিসংখ্যন কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ। পরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকত, ইউএনও পতিœ দিবা ফরাহ, পৌর মেয়র গাজী আক্তারুল ইসলাম, যশোর শিক্ষা বোর্ডের প্রাক্তন কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, নির্বাচন কর্মকর্তা ফরায়েজি বেনজির আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, কপাই সা.সম্পাদক শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক শেখ রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবদিক আনিছুর রহমান, এমএ সাজেদ, জুলফিকার আলী, অধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা খাতুন, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ.রকিব, সমাজ সেবক কাজী আ.ওহাব, ইউএনও পুত্র আরিয়ান হুসাইন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউএনও হুসাইন শওকত।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!