দেলোয়ার হোসেন, জামালপুর : আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ।
৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ জানান, জামালপুর জেলার ইসলামপুর উপজেলা মাঠে আয়োজিত জনসভা সফল করতে ১১টি সাব কমিটি গঠন করা হয়েছে। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানসহ ২৭টি কাজের উদ্বোধন ও ২১টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর বিকেলে ইসলামপুর উপজেলা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। জনসভায় সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক জিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ইসলামপুর উপজেলাসহ সারা জেলায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, জামালপুর জেলায় মেডিকেল কলেজ স্থাপন, সরকারি আশেক মাহমুদ কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করাসহ সারা বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে হবে। আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করে দায়িত্ব পালন করে। প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে রাখতে তিনি গণমাধ্যম প্রতিনিধিদেরও সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আবু জাফর আহম্মেদ সীসা, সাংগঠনিক সম্পাদক সফিক জাহেদী রবিন, কোষাধ্যক্ষ অধ্যাপক সুরুজ্জামান প্রমুখ।
