পাবনা প্রতিনিধি : জ্বালানী (ধানের তুষ) সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশ বান্ধব উন্নত পদ্ধতিতে ধান সিদ্ধকরণ এবং চাউল কলের পরিবেশ উন্নয়ন কল্পে এক মত বিনিময় অনুষ্ঠান ৭ অক্টোবর সোমবার পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস্ মিলনায়তনে উপজেলা চালকল মালিক গ্র“প কর্তৃক আয়োজিত এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘জিআইজেড’-এর প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হানকক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জিআইজেড এর সিনিয়র এডভাইজার প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ অটো মেজর হাসকিং মিল মালিক সমিতির নির্বাহী সদস্য আলহাজ্ব শামসুল আলম, উপজেলা ধান চাল ব্যবসায়ী সমিতির সভাপতি সাজদার রহমান মনা।
ঈশ্বরদী উপজেলা চালকল মালিক গ্র“পের সভাপতি ফজলুর রহমান মালিথার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা ধান চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোলা, উপজেলা চালকল মালিক গ্র“পের সহ-সভাপতি এমদাদুল হক, দপ্তর সম্পাদক আনসারুল ইসলাম, শিক রফিকুল ইসলাম মুকুল, সাংবাদিক সেলিম আহমেদ, শহীদুলাহ্ খান প্রমুখ। এর আগে ঈশ্বরদী মোকামের বিভিন্ন এলাকায় স্থাপিত ২৭ টি চালকলে জ্বালানী (ধানের তুষ) সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশবান্ধব উন্নত ধান সিদ্ধকরণ পদ্ধতি সরেজমিন পরিদর্শন করেন দেশি-বিদেশী কর্মকর্তাগণ। ‘জিআইজেড’-এর প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হানকক ঈশ্বরদীর এই চাল মোকামে ধানের তুষ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করণ প্রকল্প পরিদর্শন করেন। উলেখ্য জিআইজেড উদ্ভাবিত জ্বালানী (ধানের তুষ) সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশ বান্ধব উন্নত ধান সিদ্ধকরণ পদ্ধতি ঝুঁকিমুক্ত বলে মিল মালিকদের প্রত্য করান। মত বিনিময় সভাটির সঞ্চালন করেন জুলমত হায়দার।
