স্টাফ রিপোর্টার : বিএডিসি’র সার ও বীজ ডিলারদের মাধ্যমে সার বিপণন বন্ধে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) এর দাবির প্রতিবাদ জানানো হয়েছে শেরপুরে।
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেরপুর জেলা সার ও বীজ ডিলার এসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে ওই প্রতিবাদ জানায়। শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ’র সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সার ও বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি মো. বশিরুল ইসলাম শেলু। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, কোষাধ্যক্ষ মোখলেছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান, জেলার ৫টি উপজেলায় বিএডিসি’র আওতায় সার ও বীজ ডিলার রয়েছেন ৬৬ জন এবং বিএফএ’র সার ডিলার রয়েছেন ১শ ৬২ জন। এর আগে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর বিএফএ বিএডিসির বীজ ডিলারদের মাধ্যমে সার বিপণন বন্ধের দাবি জানায়। এছাড়া আরও কতিপয় দাবি জানিয়ে সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম দেয়।
