ads

সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০১৩ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে ব্র্যাকের ভাসমান শিক্ষাতরীর আনুষ্ঠানিক যাত্রা শুরু

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০১৩ ১:৫৯ অপরাহ্ণ

Rajibpur pictur 21 ,09,2013 (2)জিয়াউর রহমান জিয়া, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : ব্রহ্মপুত্র চরাঞ্চলের সুবিধা বঞ্চিত, পানিবন্দী ও ঝড়ে পড়া শিশুদের শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের শিক্ষাতরীর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। সম্প্রতি কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন চরাঞ্চলে ৪টি শিক্ষাতরীর আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক এবিএম আজাদ। রৌমারী বাগুয়ারচরে শিক্ষা তরীর উদ্বোধন শেষে জেলা প্রশাসক শিশু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ব্র্যাকের উর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ারা খাতুন জানান, রৌমারী উপজেলা দুইটি ও রাজীবপুর উপজেলায় দুইটি শিক্ষাতরীর মাধ্যমে কার্যক্রম প্রাথমিকভাবে চালু করা হয়েছে। পর্যায়ক্রমে শিক্ষাতরীর সংখ্যা আরও বাড়ানো হবে। শিক্ষার আলো প্রত্যন্ত গ্রাম ও চরাঞ্চলে পৌঁছে দিতে ব্র্যাক যুগোপযোগী ওই উদ্যোগ গ্রহণ করেছে। ওই শিক্ষাতরীর মাধ্যমে চরের সুবিধাবঞ্চিত, পানিবন্দী ও ঝড়ে পড়া শিশুদের শিক্ষা প্রদানে সহায়ক ভূমিকা পালনে সক্ষম হবে। ১ম শ্রেনী থেকে এর যাত্রা শুরু করে শিশুরা ৫ম শ্রেনী পর্যন্ত বিনাখরচে লেখাপড়ার সুযোগ পাবে।
তিনি আরও জানান, প্রতিটি শিক্ষাতরীতে ২১ জন মেয়ে ৯ জন ছেলে মোট ৩০ জন করে শিশু শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। নদীতে ভাসমান অবস্থায় থাকবে শিক্ষাতরী। সকালে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষাতরী শিশুদের তুলে নিয়ে সুবিধাজনক স্থানে ভিড়িয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করবে। পাঠদান শেষে আবার শিশুদের বাড়ি বাড়ি নামিয়ে দেবে। যাতে শিশুদের কোনো সমস্যায় পড়তে না হয়। তিনি বলেন, বর্ষার সময় কিংবা নদী ভাঙ্গনের ফলে চরের অনেক শিশু স্কুল থেকে ঝড়ে পড়ে। এক চর থেকে আরেক চরের স্কুলে যাতায়াতে সমস্যার কারনে শিশুরা স্কুলে যেতে পারে না। এতে অনেক শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হয়ে যায়। ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন অনেক চরের শতশত স্কুলগামী ছেলে-মেয়ে শিক্ষাসুবিধা থেকে বঞ্চিত রয়েছে। ব্র্যাকের শিক্ষাতরী মূলত: সমাজের সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনবে।
ওই উদ্বোধন অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক এবিএম আজাদ ব্র্যাকের শিক্ষাতরীর মাধ্যমে শিক্ষার ওই উদ্যোগকে স্বাগত জানান। ব্র্যাকের ওই শিক্ষাতরী রৌমারী ও রাজীবপুর উপজেলার ব্রহ্মপুত্র চরাঞ্চলের শিশুদের শিক্ষার প্রতি উৎসাহ-উদ্দীপনা সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন ও ঝড়ে পড়ারোধে সহায়ক হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!