শ্যামলবাংলা ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়েহ আফখাম বলেছেন, এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে, আমরা হুমকির পরিবর্তে পরস্পরকে সম্মান দেখানোর আহ্বান জানানোর পরও তিনি (ওবামা) হুমকির সুরে কথা বলছেন। তিনি ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার তেহরানে সাংবাদিকদের ওই কথা বলেন।
আফখাম বলেন, ইরানের সঙ্গে আলোচনায় বসতে চাইলে আমেরিকাকে হুমকির ভাষা ত্যাগ করতেই হবে। অযৌক্তিক ও অবাস্তব অবস্থান গ্রহণ করে কোন সমস্যারই সমাধান হবে না।
আফখাম বলেন, ড. রুহানি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওবামা চিঠি লিখে তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ড. রুহানি তার জবাবে বিভিন্ন বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। ওই চিঠিতে কোন রাজনৈতিক আলাপ হয়নি।
