শ্যামলবাংলা ডেস্ক : সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার বন্ধ করতে মার্কিন প্রশাসনের উদ্যোগকে সমর্থন জানিয়েছে জি-২০ ভুক্ত ১১টি মিত্রদেশ। ৬ সেপ্টেম্বর শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রনালয়ের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে রেডিও রাশিয়া জানায় সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করায় দেশটির প্রেসিডেন্ট বাশার আসাদকে দায়ি করেছে জি-২০ ভুক্ত ওই ১১টি দেশ।

মার্কিন প্রশাসনের তৈরী ওই নথিতে স্বাক্ষরকারী দেশগুলো হচ্ছে, অষ্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, স্পেন, তুরষ্ক, যুক্তরাজ্যে ও মার্কিন যুক্তরাষ্ট্র । সিরিয়ার ওপর সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপকেও সমর্থন করেছে ওই দেশগুলো। স্বাক্ষরকারী দেশগুলো দাবি করছে যে, আসাদের সরকার ২১ আগষ্ট সিরিয়ার দামাস্কাসের উপকন্ঠে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে । তবে ১১টি দেশের নেতারা একই সাথে জেনেভা সম্মেলনের মাধ্যমে সিরিয়া সংকট সমাধানের আহবান জানিয়েছেন।
