জাহাঙ্গীর আলম তালুকদার, নালিতাবাড়ী থেকে : শেরপুরের নালিতাবাড়ীতে ২ যুবতীর ছবি অশ্লীল ভিডিওতে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ডাউনলোড ব্যবসায়ী যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক স্থানীয় বাঘবেড় গ্রামের নুর মোহাম্মদের ছেলে নয়ন মিয়া (২২)। ২৩ আগস্ট শুক্রবার আটক নয়ন মিয়াকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেলহাজতে প্রেরণ করেন। ওই ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার নয়াবিল বাঘবেড় গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে নয়ন মিয়াসহ (২২) কয়েক বন্ধু মিলে ২১ আগস্ট বুধবার নালিতাবাড়ী পৌর শহরের ২ যুবতীর ছবি অশ্লীল ভিডিওতে সম্পৃক্ত করে ইন্টারনেটসহ মোবাইলে ফোনে ছড়িয়ে দেয়। বিষয়টি জানতে পেরে ওই ২ যুবতী নালিতাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে নয়াবিল বাজারে থাকা জাকির হোসেনের কম্পিউটার দোকান থেকে নয়ন মিয়াকে আটক করে এবং দোকানে থাকা ভিডিও ক্লিপসহ কম্পিউটারটি জব্দ করে থানায় নিয়ে যায়। ওই ঘটনায় নয়নের সাথে জাকির হোসেন ও মুকছেদুর রহমান নামে তার স্থানীয় ২ বন্ধু জড়িত রয়েছে। ঘটনার শিকার ২ যুবতী ও তাদের অভিভাবকগণসহ সচেতন মহল ওই যুবকদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম পিপিএম ওই ঘটনায় নয়ন মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি ও নারী নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজুর সত্যতা স্বীকার করে বলেছেন, নয়নকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর ২ আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে।
