যশোর সংবাদদাতা : যশোরের মনিরামপুরে জামায়াত শিবিরের গোপন বৈঠকে হানা দিয়ে পুলিশ ১১ জন জামায়াত ও শিবিরের নেতাকর্মীকে আটক করেছে।
মনিরামপুর থানার ওসি মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন আগামী ১৩ ও ১৪ আগস্ট দেশব্যাপী টানা ৪৮ ঘন্টা হরতালে নাশকতার পরিকল্পনায় স্থানীয় একটি স্কুল মাঠে শতাধিক জামায়াত-শিবিরের নেতাকর্মী গোপন বৈঠক করছেন।
পুলিশ সেখানে হানা দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ১১ জন জামায়াত ও শিবিরের নেতাকর্মীকে আটক করে। আটককৃতদের মনিরামপুর থানায় পুলিশ জিঞ্জাসাবাদ করছে।
