স্টাফ রিপোর্টার : যৌনকর্মীদের সাথে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় ১ আগস্ট বৃহস্পতিবার সকালে বকশীগঞ্জ থানা পুলিশ শ্রীবরদী পৌর যুবদলের ২ নেতাকে আটক করেছে। আটককৃতরা হলো শ্রীবরদী পৌর শহরের খামারিয়াপাড়া গ্রামের জামেদ আলীর পুত্র পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক জামিরুল ইসলাম ও সাতানী মথুরাদী গ্রামের হাছেন আলীর পুত্র পৌর যুবদলের সদস্য দ্বীন ইসলাম দিনু। বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার কাকমারীপাড়া গ্রামের ইমান আলীর বাড়ীতে ৩ যৌন কর্মীকে নিয়ে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় তাদের আটক করা হয়েছে। তাদেরকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

