স্টাফ রিপোর্টার : বিনা (বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট) এর উদ্ভাবিত উচ্চফলনশীল বন্যা সহিঞ্চু আমন ধান জাতের চাষাবাদ ও বীজ সংরক্ষন পদ্ধতি শীর্ষক (জাত বিনাধান-১১, বিনা ধান-১২ এর উপর এক চাষী প্রশিক্ষন কর্মশালা শেরপুরের নকলা উপজেলার কৃষি হল রুমে অনুষ্ঠিত হয়। বিনা’র ময়মনসিংহ অফিস ও শেরপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা’র মহাপরিচালক ড. এম.এ সাত্তার। নকলা উপজেলা কৃষি অফিসার আশরাফ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. এম,এ ছালাম, ড. মোফাজ্জল ইসলাম, ড. জাহাঙ্গীর আলম ও ড. রাইসুল হায়দার। কর্মশালায় ৩০ জন কৃষান-কৃষানী অংশ গ্রহন করেন।্
