শ্যামলবাংলা ডেস্ক : ওমরাহ পালনে সৌদি যাত্রা করেছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। তিনি ২৭ জুলাই শনিবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। রাষ্ট্রীয় অতিথি হিসেবে তিনি সৌদিতে ওমরাহ পালন করবেন।
এদিকে সৌদি যাত্রা উপলক্ষ্যে বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপির ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। দলীয় সূত্র মতে, ৭ আগস্ট তিনি ঢাকায় ফিরবেন।
উল্লেখ্য, কয়েক বছর ধরে প্রতি রমজানেই ওমরাহ পালন করছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। গত বছরের রমজান (আগস্ট) ছাড়াও জুন মাসে তিনি ওমরাহ পালন করেছিলেন। এ ছাড়া এর আগে ২০১০ ও ২০১১ সালের আগস্টে এবং ২০০৯ সালের সেপ্টেম্বরে ওমরাহ পালন করেন তিনি।
